Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার তালিকা

বরাবর,

          চেয়ারম্যান ০৬নং দুয়ারিয়া ইউ,পি

          মাধ্যম ০৮নং ওয়ার্ড সদস্য মামলা নং- ২৮/১২

          থানা- লালপুর, জেলা- নাটোর।                                                            তাং- ০৬/০৫/১২ খ্রিঃ

 

১ম পক্ষ                                                                                 ২য় পক্ষ

 ১। মোঃ আবু বক্কর সিদ্দিক                                                             ১। আঃ ছাত্তার বিশ্বাস

    পিতা:- মৃত বদর উদ্দিন                                                                  ২। আকতার আলী

    গ্রাম- আহম্মদপুর, থানা-                                                               ৩। শহিদুল্লাহ বিশ্বাস

    লালপুর, জেলা-নাটোর।                                                                   ৪। সুফিয়া খাতুন

                                                                                                     ৫। নিলুফা বানু

                                                                                  সকলের পিতা:- মৃত- নায়েবুল্লা বিশ্বাস

                                                                                             গ্রাম- কলসনগর, থানা-

                                                                                             লালপুর, জেলা-নাটোর।

 

   ঘটনার বিবরণ এই যে, ২য় পক্ষের ১নং প্রতিপক্ষ ৩০/১২/৭৪ ইং তারিখে পাবনা অফিসের ২৯০২৫ নং দলিল মুলে আহম্মদপুর মৌজার ৪৩ নং খতিয়ান ভুক্ত ১৯০ দাগে ১২২শতাংশ ও ১৮৩ নং দাগে ৪৫ শতাংশ মোট ১৬৭ শতাংশ এর কাত ৩০.৫ শতাংশ জমি আফছার আলী দিং এর নিকট বিক্রয় করে।

    ২,৩,৪,৫ নং পাত ১ম পক্ষগণ ১৯/১০/৭৮ ইং তারিখে আব্দুলপুর অফিসের ৬০৩৩ নং দলিল মুলে ৭৯০ দাগে ১২২ শতকের কতি ৬৭ শতাংশ জমি খবির উদ্দিন দিং এর নিকট বিক্রয় করে।

    আফছার আলী ও খবির উদ্দিন দিং ৯/৩/৮৬ ইং তারিখে আব্দুলপুর অফিসের ৫৪০১,৫৪০২ ও ৫৪০৩ নং দলিল মুলে কলিমুদ্দিন দিং এর নিকট বিক্রয় করে ৯৭.৫ শতাংশ জমি।

     কলিমুদ্দিন দিং ২৬/২/০৮ ইং তারিখে লালপুর অফিসের ১১৮২ নং দলিল মুলে আকবার আলী মালিথার নিকট ৮২.৫ শতাংশ জমি বিক্রয় করে। আকবার আলী মালিথা ১১/৫/১১ ইং তারিখে আমার নিকট ৮২.৫ শতাংশ জমি বিক্রয় করে। আমি জমি খরিদ করার পর ৮২.৫ শতাংশ জমির দখল বুক পাই নাই। পতি পক্ষ কোন কিছু জমি দখল করিয়া আছে। পতি পক্ষগণকে বারবার বলার পর ও কর্নপাত করিতেছেনা।

 

     অতএব বিধায় প্রার্থনা বিষয়টি সুষ্ঠ নিষ্পতি ও জমির প্রাপ্য হিসাব অনুযায়ী সরজমিনে সঠিক মাফ করিয়া দেওয়ার জন্য অনুরোধ করছি।