ছবিটি ৬ নং দুয়ারিয়া ইউনিয়নের ছোট্ট একটি আদর্শ গ্রাম টিটিয়ার আকাশ থেকে তোলা। আমাদের দেশের অন্যান্য এলাকার মত এখানে বৃষ্টির পরিমাণ কম, বর্ষাকালে হরহামেসায় মেঘের আনাগোনা হলেও বৃষ্টির দেখা পাওয়া ভার, আর রংধনু! তার দেখা পাওয়া’ত একেবারে কঠিন। সবাইকে আমাদের গ্রাম তথা আমাদের ইউনিয়নে আসার আমন্ত্রন রইল।