মাঝগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ, ১৯৫৪ খ্রিঃ সালে এলাকাবাসীর সহযোগীতায় মাত্র ১৩ শতাংশ জমির উপর ৪০ বাই ৩০ ফুট এর একতলা এই মসজিদটি নির্মিত হয়। সুন্দর এই মসজিদটির সামনে সুন্দর একটি ঈদগাহ মাঠ আছে। পরবর্তী সময়ে বিদেশী দাতা সংস্থার সামান্য অনুদান নিয়ে ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ এই মসজিদটি পরিচালনা করে আসছে বহুদিন ধরে সুনামের সহিত। এ মসজিদে প্রতিদিন গড়ে প্রায় ১৬০ থেকে ২১০ জন মুসল্লি নামাজ আদায় করে থাকেন।