সড়কপথ

ঈশ্বরদী-কদিমচিলান সওজ এর পাকা সড়ক ইউনিয়নের টিটিয়া হতে হাপানিয়া পর্যন্ত, উপজেলা সদর হতে রাজাপুর কেয়ার এর সড়ক ইউনিয়নের কলসনগর হতে কাশিমপুর এবং অপরদিকে কুজিপুকুর হতে মাঝগ্রাম পর্যন্ত পাকা সড়ক আছে।

 

নদীপথ

অত্র ইউনিয়নে কোন নদীপথ নাই।

 

 রেলপথ

অত্র ইউনিয়নে প্রায় ২.৫ কিমি রেলপথ আছে এবং একটি রেল ষ্টেশন আছে (প্রস্তাবিত মাঝগ্রাম রেলওয়ে জংশন) ।

 

 

যানবাহন

অত্র ইউনিয়নে মোটরসাইকেল,মাইক্রোবাস,ভুটভুটি,সিএনজি,মহিষের গাড়ী, গরুর গাড়ী,সাইকেল,রিক্সা-ভ্যান ইত্যাদি চলাচল করে।