০৬ নং দুয়ারিয়া ইউনিয়নে আপনাকে স্বাগতম,
এটি আগাম হাইব্রীড জাতের শিম, যে গ্রামে এক সময় ভাদ্র মাস থেকে কার্তিক মাস পর্যন্ত চরম অভাব ছিল, সেই গ্রামের সেই পরিবার গুলোতে আজ মুখে হাসি, তাদের আর কোন অভাব নেই।তাঁরা আগাম জাতের শিম চাষ করে এখন অনেকেই আজ স্বাবলম্বী। গৃহস্থরা যেমন স্বাবলম্বী তেমনই দিনমজুররাও স্বাবলম্বী, যা কৃষি ক্ষেত্রে ঘটিয়েছে কৃষি বিপ্লব।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS