০৬ নং দুয়ারিয়া ইউনিয়নে আপনাকে স্বাগতম,
নাটোর জেলার লালপুর উপজেলার ০৬ নং দুয়ারিয়া ইউনিয়নের দক্ষিণে পাবনা জেলার ঈশ্বরদী শহরের মাত্র তিন কিলোমিটার দুরে দুয়ারিয়া ইউনিয়নের প্রবেশদ্বার ‘টিটিয়া’ গ্রামটি একটি আদর্শ গ্রাম। গ্রামের বেশির ভাগ মানুষ দরিদ্র হলেও শিক্ষার হার মোটামুটি সন্তোস জনক। যদিও গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই (নব প্রতিষ্ঠিত এবতেদায়ী মাদ্রাসা ছাড়া)। গ্রামের প্রধান সড়ক বাদে বেশির ভাগ সড়ক কাঁচা। গ্রামটির কাঁচা সড়ক গুলো রেশির ভাগই দোআঁশ মাটির হওয়ায় কাদা ও ধুলো দুটোই কম হয়। আমাদের গ্রামে আসার নিমন্ত্রণ রইল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS